এবার ইসি গঠনে প্রস্তাব দেবেন এরশাদ

হুসেইন মুহম্মদ এরশাদদলীয় চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থাপিত বিএনপির প্রস্তাবাবলীর পর এবার নির্বাচন কমিশন গঠনে প্রস্তাব তুলে ধরবে সংসদে বিরোধী দল জাতীয় পার্টি। শনিবার (২৬ নভেম্বর) সকালে দলের প্রস্তাব তুলে ধরবেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ।
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান-১ এ ইমানুয়েলস্ কনভেনশন (নতুন) সেন্টারে (জব্বার টাওয়ারের পিছনে) জাতীয় পার্টির পক্ষ থেকে ‘নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া এবং নির্বাচন পদ্ধতির সংস্কার প্রস্তাব’ সম্পর্কিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এই সংবাদ সম্মেলনে উল্লেখিত বিষয়ে প্রস্তাবনা পেশ করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।
প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের একটি সভায় বিকল্প ধারার সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীও বলেছিলেন, তার দলের পক্ষ থেকেও ইসি গঠন নিয়ে শিগগিরই প্রস্তাব দেওয়া হবে।

/এসটিএস/এআর/