আমাদের আদিবাসী স্বীকৃতি দেওয়া না হলে জমিতো কেড়ে নিবেই: রবীন্দ্রনাথ সরেন

রবীন্দ্রনাথ সরেন

এটা মোটেই সহজ কথা না। আমরা আমাদের ছেলেবেলা থেকেই উচ্ছেদ থেকে উচ্ছেদের মধ্য দিয়ে সব হারিয়ে আসছি। বাংলা ট্রিবিউন আয়োজিত অধিকার : সংখ্যালঘু ও সংখ্যাগুরু শীর্ষত বৈঠকিতে আদিবাসী নেতা রবীন্দ্রনাথ সরেন এ কথা বলেন। তিনি বলেন, যখন আদিবসীরা অত্যাচারিত হচ্ছে তখন ৯৩ সালের দিকে আমরা নিজেদের সংগঠিত করি কারণ তারা সেসময় অত্যাচারিত হয়ে ভারত চেলে যেতে বাধ্য হয়।

সরেন বলেন, যখন জাতিসংঘ আদিবাসী দিবস ঘোষষা করতে বলেছিল, তখন তারা আদিবাসী নেই। সরকার তখন বলেছে দেশে কোনও আাদিবাসী নেই। তাহলেতো আমাদের জমি তারা নিয়েই নিবে। যে বিষয় নিয়ে কথা উঠছে যেগুলো মানুষ শুনতে চায়। তিনি আরও বলেন, নওগাঁ গ্রামের একদিনে ৭৩ বাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। এসব হওয়ার কথা ছিল না। আমরা আমাদের মধ্যে সুসংহত ভাব রাখতে পারিনি।

নাসিরনগরের হামলা, গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলার ঘটনাসহ সর্বশেষ গোয়ালন্দে মন্দিরে হামলার ঘটনায় সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা হুমকির মুখে। কার অধিকার আর কিসের অধিকার কে রক্ষা করছে এবং কীভাবে আসলে রাষ্ট্রের  রক্ষার দায়িত্ব এসব নিয়েই আজকে বৈঠকিতে আলোচনা করছেন এর সঙ্গে সম্পৃক্ত অধিকারকর্মী, গবেষক, আইনজীবী থেকে শুরু করে দেশের সংখ্যালঘুদের অধিকার আদায়ে যারা নিরন্তর কাজ করছেন তারা। মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, সুপ্রিমকোর্টের আইনজীবী রুমীন ফারহানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদেকা হালিম এবং জোবাইদা নাসরীন, আদিবাদী নেতা সঞ্জী দ্রং ও রবীন্দ্রনাথ সরেন এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল। বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।

‘অধিকার: সংখ্যালঘু ও সংখ্যাগুরু’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার করবে বেলা ১১টা ১০ মিনিট থেকে। সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/