পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের দাবিতে ফের আন্দোলনে গার্হস্থ্যের ছাত্রীরা

15322445_1139320799449590_223037908_o

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা। রবিবার সকাল ১১টায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। পরে তারা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে। নীলক্ষেত মোড়ে ১৫ মিনিট অবস্থান নেওয়ার পর কলেজ গেটে অবস্থান নিয়েছেন ছাত্রীরা। ফলে কলেজের সামনে ধীর গতিতে গাড়ি চলাচল করছে।

15368726_1139347926113544_1697045057_o

20161204_112538

গত সেপ্টেম্বরের শেষ দিকে ঢাবির পূর্ণাঙ্গ ইনস্টিটিউটের দাবিতে আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে কলেজের ছাত্রীরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে দেখা করেন। তিনি শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দেন। শিক্ষা সচিবকে আহ্বায়ক করে একটি কমিটিও গঠন করেন। কিন্তু এ ঘটনার দুমাস পর ফের আন্দোলনে নেমেছেন ছাত্রীরা।

15310797_1139299352785068_1958484757_o

15302459_1139320889449581_1324056070_o

শিক্ষামন্ত্রীর আশ্বাসের পর দুই মাস পেরিয়ে গেলেও দাবির বিষয়ে কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রণালয় নানা অজুহাত দেখিয়ে বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।

/আরএআর/এসটি/