স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম মুছে ফেলার নির্দেশ

হাইকোর্টশিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সব ধরনের স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে করা একটি সম্পূরক আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ আদেশ দেন।

আগামী ৬০ দিনের মধ্যে এ আদেশ পালন করে স্থানীয় সরকার সচিব ও আইন সচিবকে এ বিষয়ে প্রতিবেদন দাখিলেরও আদেশ দেওয়া হয়েছে। আগামী বছর ১ মার্চ পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।
এবিষয়ে অবকাঠামোর নামকরণ স্থগিত চেয়ে প্রথম ২০১২ সালে হাইকোর্টে একটি রিট আবেদন করেছিলেন ইতিহাসবিদ মুনতাসীর মামুন ও মুক্তিযুদ্ধ গবেষক শাহরিয়ার কবীর। তার সম্পূরক হিসেবে ২০টি স্থাপনার নামের তালিকাসহ নতুন করে এই আবেদন করা হয়। আবেদনকারীদের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এ কে রাশিদুল হক। পরে সাংবাদিকদের ব্রিফকালে তিনি আদালতের নির্দেশনার কথা জানান।

আরও পড়ুন- 


খুলে দেওয়া হয়েছে সেই কলেজের তালা

/ইউআই/এফএস/