গৃহকর্মী নির্যাতনের সংখ্যাগত জরিপ নেই: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসরকারের কাছে নির্যাতনের সংখ্যাগত কোনও জরিপ নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
মানিকগঞ্জ-২ আসনের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, তবে দেশে প্রতিদিনই বিপুল সংখ্যক গৃহকর্মীর একাংশ নির্যাতনের শিকার হচ্ছে। স্পিকারের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসের আরেক প্রশ্নের জবাবে কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘দেশে তৈরি পোশাক খাতে বর্তমানে প্রায় ৩৫ লাখ ৬০ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে গ্রামীণ নারী শ্রমিকের সংখ্যা হচ্ছে ২০ লাখ ৪৪ হাজার, যা মোট শ্রমিকের ৫৮ শতাংশ।
/ইএইচএস/এমও/