হাজারীবাগে কিশোর রাজা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

Untitledহাজারীবাগে কিশোর রাজা হত্যা মামলার প্রধান আসামি এসকে বাবু ওরফে আন্ধা বাবুকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে হাজারীবাগের গনকতুলি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রাজা হত্যা মামলায় এসকে বাবু চার্জশিট ভুক্ত আসামি। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন সংসাদের ভিত্তিতে আজ দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৭ আগস্ট গনকতুলির একটি পরিত্যক্ত বাড়িতে হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজুর নেতৃত্বে মোবাইল চুরির অভিযোগ রাজাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার তার বোন রেশমা আক্তার বাদী হাজারীবাগ থানায় একটি মামলা করেন। এ ঘটনার একদিন পর আরজু র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যান। এরপর মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দ পুলিশকে দেওয়া হয়।

এ বছরের ১৯ এপ্রিল ঢাকা মহানগর গোয়েন্দ পুলিশের এসআই রাজ্জাক হোসাইল আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগ পত্রে এসকে বাবু ২ নম্বর আসামি।

এ মামলায় অপর আসামিরা হলেন, আহম্মেদ সামি (২২), মনির (২২), প্রভাত (২৫), মিঠু (২০) ও সুজিত।

/এআরআর/এমডিপি/