জেলা পরিষদ নির্বাচন: স্কুলের গণ্ডি পেরোয়নি ১৫ চেয়ারম্যান প্রার্থী

জেলা পরিষদ নির্বাচনআগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে ১৪৬ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ১৫ জন প্রার্থী স্কুলের গণ্ডি পেরোয়নি বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন
মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের তথ্য উপস্থাপন’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় সুজন।
জেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ১৪৯ জন প্রার্থীর মধ্যে তিন জনের তথ্য পাওয়া না যাওয়ায় ১৪৬ জনের তথ্য বিশ্লেষণ করে উপস্থাপন করেছে সুজন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার বলেন, ১৪৬ জন প্রার্থীর মধ্য ১০২ জন স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন, ২২ জন প্রার্থী এসএসসি বা তার কম যোগ্যতা সম্পন্ন। অন্যদিকে ১৫ জন প্রার্থী স্কুলের গণ্ডিই পেরোয়নি।
তিনি বলেন, এই জেলা পরিষদ নির্বাচন আইন গত কয়েক বছরে কয়েকবার সংশোধন করা হয়েছে। আর সেই সংশোধিত আইনানুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইনে বর্ণিত নির্বাচন পদ্ধতির সঙ্গে সুজন একমত না, তাও পরিষ্কার করেন তিনি। তবে সুজন চায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক।

সংবাদ সম্মেলনে আরও  উপস্থিত ছিলেন, সুজনের সভাপতি এম. হাফিজ উদ্দিন খান, নির্বাহী সদস্য ড. হামিদা হোসেন, নির্বাহী সদস্য জাকির হোসেন।

/আরএআর/  এপিএইচ/