প্রশ্ন ফাঁস ঠেকাতে সর্বোচ্চ নিরাপত্তা দিতে পেরেছি: নাহিদ



শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদপ্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিতে পেরেছে বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এই অবস্থা অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।  বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জেএসসি-জেডিসির আনুষ্ঠানিক ফল ঘোষণার সময় তিনি এ কথা বলেন।

এ সময়  উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীরসহ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এর আগে সকালে নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি-জেডিসির ফলাফলে অনুলিপি তুলে দেন। ওই সময় তিনি বলেন, ‘শিক্ষার মান কমে নাই। মান বৃদ্ধি পেয়েছে। আমাদের যে মানে পৌঁছার দরকার সে মান অর্জনে আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে লড়াই চালিয়ে যাচ্ছি।’

এ বছর জেএসসি-জেডিসির গড় পাসের হার ৯৩ দশমিক শূন্য ৬ ভাগ। আলাদাভাবে জেএসসি পরীক্ষায় পাসের হার ৯২ দশমিক ৮৯ ভাগ। জেডিসিতে পাসের হার ৯৪ দশমিক শূন্য ২ ভাগ।

আরও পড়ুন- 


পিইসিতে পাসের হার ৯৮ দশমিক ৫১

/এসএমএ/ এফএস/