বিশ্ব ইজতেমায় এবারও যৌতুকবিহীন বিয়ে হয়নি

বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ পাড়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমা। মুসলিম উম্মাহর সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও শান্তি কামনায় মোনাজাতে অংশ নেন লাখ লাখ মুসল্লি। তবে এবারে ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়নি।    

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, সাধারণত দ্বিতীয় দিন বাদ আছর ইজতেমা ময়দানে কনের অনুপস্থিতিতে যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হতো। তবে গত বছরের মতো এবারও ওই বিয়ের আয়োজন থাকছে না।

এর কারণ হিসেবে তিনি জানান, ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হলে তা কেবল এই ময়দানে আসা তাবলিগি সদস্যরা ও মুসল্লিরা জানতে পারেন। এলাকার লোকজন এমনকি অনেক স্বজনরাও তা জানতে পারেন না। ফলে ওই বিয়ের আকর্ষণ কমে যায়। এজন্য গত বছর থেকে ইজতেমা ময়দানে যৌতুকবিহীন বিয়ের জন্য তালিকাভুক্ত হলেও তাদের নিজ নিজ এলাকায় গিয়ে ওই বিয়ের আয়োজন করতে বলা হয়েছে। তাই গত বছরের মতো মাঠে ওই বিয়ের আনুষ্ঠানিকতা নেই। 

তিনি আরও জানান, বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ ছিল যৌতুকবিহীন বিয়ে। সম্পূর্ণ শরীয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন (শনিবার) বাদ আছর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসে যৌতুকবিহীন বিয়ের আসর বসতো। কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে বর এবং কনে পক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হত ওই বিয়ে। বিয়েতে মোহরানা ধার্য করা হতো ‘মোহর ফাতেমী’র নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ’ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ।

এবারও এ ধরনের বিয়ে হবে তবে তাবলিগের মুরুব্বিদের তত্ত্বাবধানে সংশ্লিষ্টদের নিজ নিজ জেলায় পরবর্তীতে তার আয়োজন করা হবে বলে জানান তিনি।

 /টিএন/   

আরও পড়ুন: ‘আমিন আমিন’ ধ্বনিতে প্রকম্পিত তুরাগ তীর