‘রাইসিনা ডায়ালগে’ যেতে পারেননি গওহর রিজভী

গওহর রিজভীশেষ মুহূর্তে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় দিল্লিতে আয়োজিত রাইসিনা ডায়ালগের দ্বিতীয় পর্বে যোগ দিতে পারলেন না বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।
মঙ্গলবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের মধ্যে দিয়ে সূচনা হয় এ বছরের রাইসিনা ডায়ালগ। কিন্তু উদ্বোধনী প্যানেলের আলোচনায় ড. রিজভী শেষ পর্যন্ত যোগ দিতে না পারায় সেখানে বাংলাদেশের কোনও প্রতিনিধিত্ব থাকলো না।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একটি পদস্থ সূত্র বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘রাইসিনা ডায়ালগের উদ্বোধনী আলোচনায় ড. রিজভী যোগ দেবেন, এটা অনেক আগেই ঠিক হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত শেষ মুহূর্তে তিনি অসুস্থ হয়ে পড়ায় দিল্লির বিমানে উঠতেই পারেননি।’
গত বছরের মতো এবারেও রাইসিনা ডায়ালগ প্রক্রিয়ায় বাংলাদেশকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সামিল করেছিল স্বাগতিক ভারত।
গত বছরের মার্চে এই আন্তর্জাতিক সংলাপের প্রথম পর্বে যোগ দিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আর এবারের দ্বিতীয় আসরে যোগ দেওয়ার কথা ছিল ড. গওহর রিজভীর। এপিএইচ/