নবম ওয়েজবোর্ডের দাবিতে আন্দোলনে সাংবাদিকরা

IMG_20170118_123733

নবম ওয়েজবোর্ডের দাবি নিয়ে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে আর কোনও আলোচনায় বসবে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনয়নের (বিএফইউজে)। এরই ধারাবাহিকতায় খুব শিগগিরই নবম ওয়েজবোর্ডের দাবিতে চূড়ান্ত আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে নবম ওয়েজবোর্ডের দাবিতে করা সমাবেশে সাংবাদিকরা এ ঘোষণা দেন।

সমাবেশে বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৩১ জানুয়ারির মধ্যে দাবি আদায়ে সারাদেশের সভা সমাবেশ শেষ করা হবে। আগামী ১-৫ ফেব্রুয়ারির মধ্যে সব সাংবাদিক ফোরাম নিয়ে আলোচনায় বসবো। তারপর সবার সম্মতিক্রমে ঐক্যবদ্ধভাবে চূড়ান্ত আন্দোলনে নামা হবে বলেও জানান তিনি। 

তথ্যমন্ত্রীর সঙ্গে কোনও আলোচনায় না বসার ঘোষণা দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে আমরা আশা রাখি।

সমাবেশে সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ তথ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, ‘তথ্যমন্ত্রী নবাবদের সঙ্গে বৈঠক করে ষড়যন্ত্র শুরু করেছেন। সাংবাদিকদের দাবিয়ে রাখতে পারবেন না। আপনাকে অনেক সময় দিয়েছি। আর সময় দেওয়া হবে না। তীব্র আন্দোলনে আপনাকে পদত্যাগে বাধ্য করা হবে।’

এ ওয়েজবোর্ডের আওতায় অনলাইন ও টেলিভিশন মিডিয়াকে নিয়ে আসতে হবে বলেও জোর দাবি তুলেছেন সাংবাদিক নেতারা।

সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে পল্টন মোড় হয়ে আবার প্রেসক্লাবে ফিরে আসে।

/আরএআর/এসটি/