ইসির অধীনে তিন মন্ত্রণালয় চায় ইসলামী ফ্রন্ট

IMG_20170118_154320নির্বাচন কমিশনকে অধিকতর কার্যকর এবং স্বাধীন ও শক্তিশালী করার জন্য নির্বাচনকালীন সময়ে সাংবিধানিকভাবে জনপ্রশাসন, স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রণালয়ের ওপর ইসির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। বুধবার বিকালে নির্বাচন কমিশন গঠন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে তারা এ প্রস্তাব দেয়। ইসি শক্তিশালীকরণে ছয় দফা প্রস্তাব দেয় ইসলামী ফ্রন্ট দলের চেয়ারম্যান মাওলানা এ এ মান্নানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বেরিয়ে এসে দলের মহাসচিব মাওলানা এম এ মতিন সাংবাদিকদের জানান, তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচনকালীন সরকার নয় বরং স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নির্বাচন কমিশনই একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম।

/এসটিএস/বিটি/

 আরও পড়ুন:

এক বছরে বাবা-মার হাতে নিহত ৬৪ সন্তান