‘শিল্পী সমাজের আন্দোলনের সঙ্গেই রয়েছি আমরা’

উরফি আহমদদীপ্ত টিভির প্রধান নির্বাহী উরফী আহমদ বৈঠকির শুরুতেই জেরার মুখে পড়েন। বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল  তার কাছে জানতে চান, সিরিয়াল সম্প্রচারের ক্ষেত্রে যে আইন রয়েছে সেটি মানা হচ্ছে কিনা? সেসময় সিরিয়াল বন্ধ নিয়েও কথা ওঠে।

জবাবে উরফী আহমদ বলেন, মিডিয়া এখন খোলা জানালা, এখানে একটি সিরিয়াল বন্ধ করার তেমন কিছু নয়। আমার মনে হয় না মূল্যবোধের ওপর আঘাত আসছে এই একটি বিদেশি সিরিয়াল দিয়ে। সবচেয়ে বড় কথা দর্শক এটি নিয়েছেন।  দর্শকতো বোঝেন, এমন আঘাত আসলে দর্শক কিন্তু সিরিয়াল গ্রহণ করতো না। আরেকটি বড় বিষয় হচ্ছে বিজ্ঞাপন। আমরা  এক ঘণ্টার আয়োজনে ১৬ মিনিট বিজ্ঞাপন দেই। বিজ্ঞাপন  নির্মাতাদের কাছ থেকে আমরা ভীষণ চাপে থাকি।

শিল্পী সমাজের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমরা আপনাদের আন্দোলনের সঙ্গে সহমত। আমরা কিন্তু সপ্তাহে ছয়দিন সিরিয়াল দেখাচ্ছি। আমাদের একসঙ্গে কাজ করে ভালো দেশি কন্টেন্ট চলছে। যে ডেইলি সোপের কথা বলছেন সেটি কিন্তু আমরাই চালাচ্ছি। আমরা বিজ্ঞাপন নিয়ে যে অভিযোগ সেটিরও বাইরে। কারণ বিজ্ঞাপন কম যাচ্ছে।

আর তথ্য মন্ত্রণালয়ের যে কাগজের কথা বলা হচ্ছে সেটি কিন্তু আমাদের কাছে রয়েছে। কোথা থেকে কীভাবে এসেছে সেটি জানি না, তবে আমরা কিন্তু যথাযথ কাগজ ও অনুমোদন নিয়েই কাজ করছি। মূল কথা শিল্পী সমাজের এই আন্দোলনের সঙ্গে আমরা সবসময়ই আছি।

‘বিদেশি সিরিয়াল : সংস্কৃতির আপন-পর’ শীর্ষক এই বৈঠকি বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ সরাসরি সম্প্রচার শুরু হয়েছে ১১টা ১০ মিনিট থেকে। দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, টিভি চ্যানেলের শীর্ষ কর্তাব্যক্তি, শিক্ষক ও সাংবাদিকরা চলমান সংকট ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা করছেন এই বৈঠকিতে।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বৈঠকিতে এতে আরও অংশ নিয়েছেন নাট্য ব্যক্তিত্ব ও  ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক, দীপ্ত টিভির প্রধান নির্বাহী উরফী আহমদ, গ্রে অ্যাডভার্টাইজ লিমিটেডের ম্যানেজিং পার্টনার ও কান্ট্রি হেড গাউসুল আজম শাওন, সাংবাদিক উদিসা ইসলাম এবং বাংলা ট্রিবিউনের ভারপ্রাপ্ত সম্পাদক জুলফিকার রাসেল।

সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল ৭১ এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ। এবং এ সংক্রান্ত সব নিউজ পড়তে সরাসরি বাংলা ট্রিবিউনের হোম পেইজে চোখ রাখুন। এছাড়া তথ্য পেতে নজর রাখুন বাংলা ট্রিবিউনের ফেসবুক পেইজে।

/এম/এফএএন/