আইন প্রয়োগে নয়, কাউন্সেলিংয়ে চাই আইনের শাসন প্রতিষ্ঠা: ডিএমপি কমিশনার

শীতবস্ত্র বিতরণ করছেন ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, আমরা আইন প্রয়োগ নয় কাউন্সেলিং ও মোটিভেশন এর মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।

শনিবার দুপুরের রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ঢাকা এফএম আয়োজিত পথশিশু ও দুঃস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমরা এদেশের, এ মাটির সন্তান। কেউ বড় না, কেউ ছোটও না । সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা কাজ করবো দেশের জন্য, মানুষের জন্য। এই ব্রত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের প্রত্যাশা আগামীতে আমরা আরও অনেক ভালো কাজ করবো।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ‘ভিশন ২০৪১’ ঘোষণা করেছেন, আর তা হবে ‘সমৃদ্ধ বাংলাদেশ।’ আমরা এই লক্ষ্যে এগিয়ে যাবো। বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে সবসময় আছে, থাকবে।

এসময় তিনি নাগরিক দায়িত্ববোধ ও জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে দুঃস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের আয়োজন করায় ঢাকা এফএম রেডিওকে আন্তরিক ধন্যবাদ জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মতিঝিল জোনের উপ-পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেন, ক্রিকেটার মো. আশরাফুল, ঢাকা এফএম এর চেয়ারম্যান জলি ইকবালসহ অন্যান্যরা।

/আরজে/টিএন/

আরও পড়ুন: ‘ইউনূস গংদের টাকায় ডব্লিউইএফের সভায় রামপালের বিরুদ্ধে বলা হয়েছে’