নতুন নির্বাচন কমিশন আমাদের মতোই হবে: সিইসি





কাজী রকিবউদ্দীন আহমদবর্তমান নির্বাচন কমিশনের মতোই নতুন কমিশন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, ‘পরবর্তী সময়ে যে নির্বাচন কমিশন হবে, ওই কমিশন আমাদের মতোই হবে। নারায়াণগঞ্জসহ সব নির্বাচন আমরা যেভাবে পরিচালনা করেছি, আশা করি নতুন নির্বাচন কমিশনও আমাদের মতো সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে।’ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নতুন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নতুন ভবনে আসায় প্রতিক্রিয়া ব্যক্ত করে সিইসি বলেন, ‘আমরা এতদিন অন্যের বাড়িতে ছিলাম। এখন আমরা নিজেদের বাড়িতে এসেছি। আশা করছি ভবনের কাজ কিছু দিনের মধ্যে শেষ হবে।’
এ সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, ‘আপনারা এতদিন তো সিঁড়িতে আমাদের প্রশ্ন করতেন, এখন আমাদের নতুন ভবনে রুমে বসে প্রশ্ন করতে পারবেন। কোনও সমস্যা হবে না।’
দীর্ঘ ৪৩ বছর পর নির্বাচন কমিশন রবিবার থেকে আগারগাঁওয়ে নির্মিত নিজস্ব ভবনে কার্যক্রম শুরু করেছে। এর আগে গত ৩১ ডিসেম্বর কমিশনের ১১ তলাবিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
/ইএইচএস/ এমএনএইচ/