সাংবাদিক নাজমুল হুদার জামিন মঞ্জুর

19d2ff5b0e1908412f407bed09998cb3-5866708045516

গার্মেন্টস ধর্মঘটের খবর প্রকাশের অভিযোগে গ্রেফতার হওয়া সাংবাদিক নাজমুল হুদার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকালে ঢাকা সাইবার ট্রাইব্যুনাল (বাংলাদেশ) এর বিচারক কেএম সামশুল আলম এক লাখ টাকার বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

সাংবাদিক নাজমুল হুদার আইনজীবী তুহিন হাওলাদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। সাংবাদিক নাজমুলের বিরুদ্ধে আইসিটি আইনের ৫৭ ধারায় আশুরিয়া থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এরপর গত বছর বছর ২৩ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়।

আজ সকালে আইনজীবী তুহিন হাওলাদার সাংবাদিক নাজমুল হুদার পক্ষে জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২৪ ডিসেম্বর ঢাকার পাশে আশুলিয়ায় গার্মেন্ট কর্মীদের ধর্মঘটের খবর সংগ্রহের কারণে সাংবাদিক নাজমুল হুদাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর অবস্থান ওই এলাকায়।

গ্রেফতারের সময়ে নাজমুল হুদার কম্পিউটার ও মোবাইল ফোনও জব্দ করা হয়। ২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসের আগে ভবনটির কাঠামোগত সমস্যা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা তিনিই প্রথম সাংবাদিক। ওই বিস্ফোরণে নিহত হন গার্মেন্টকর্মীসহ কয়েকশ মানুষ।

বাংলাদেশ প্রতিদিন এবং বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশন (ইটিভি)-এর হয়ে কাজ করেন নাজমুল হুদা। পুলিশের অভিযোগ, প্রতিবেদনে মিথ্যা তথ্য দিয়ে তিনি মধ্য ডিসেম্বরে শুরু হওয়া ধর্মঘটকে উৎসাহিত করেছেন।

/এসআইটি/এমডিপি/