বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়ালের সংস্কার নিয়ে হাইকোর্টের রুল

হাইকোর্ট

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মেমোরিয়ালের ভবন যথাযথভাবে সংস্কার ও সংরক্ষণে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রুলটি জারি করেন। ১৯৮১ সালে এ মেমোরিয়ালটি প্রতিষ্ঠা করা হয়।

এছাড়া আগামী ২৩ মার্চের মধ্যে এই ভবন কি অবস্থায় আছে সে সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে গৃহায়ন ও গণপূর্ত সচিব ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইমতিয়াজ আহমেদ সংবাদপত্রে প্রকাশিত সংবাদ উল্লেখ করে এ বিষয়ে নির্দেশনা করে একটি রিট আবেদন করেন। এই রিটের শুনানি শেষে আদালত এ নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে এই আইনজীবী বলেন, এই মেমোরিয়ালে কোনও সংস্কার হয় না। এর সংরক্ষণে যাদের দায়িত্ব তারা কি করছে সে বিষয়ে জানতে চেয়েছেন আদালত। একইসঙ্গে ভবনটির বর্তমান পরিস্থিতি কি তার প্রতিবেদন জমা দিতে বলেছেন।

/ইউআই/এসটি/