১ ফেব্রুয়ারি ঢাকা আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

তিন দিনের সফরে আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বাংলাদেশে এটাই হতে যাচ্ছে তার প্রথম আনুষ্ঠানিক সফর।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসোমবার চিফ অব প্রটোকল শহীদুল ইসলামের সঙ্গে মাহমুদ আব্বাসের সফর নিয়ে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। এরপর তিনি সাংবাদিকদের বলেন, ‘ফিলিস্তিনের প্রেসিডেন্টের সফর নিয়ে দুই পক্ষ আলোচনা করছে।’ কোনও চুক্তি স্বাক্ষর হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দুটি চুক্তির বিষয়ে আলোচনা চলছে, কিন্তু এখনও কিছু চূড়ান্ত হয়নি।’
এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মাহমুদ আব্বাসের সঙ্গে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন।  পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সব সময় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে। ফিলিস্তিনের রাজধানী জেরুজালেমে স্থাপনের পক্ষেও বাংলাদেশ।’
ফিলিস্তিনের প্রেসিডেন্ট এমন একটা সময়ে বাংলাদেশ সফরে আসছেন, যখন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে জোরালো সমর্থন দিচ্ছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনও অবশ্য বরাবরের মতো ইসরায়েলকে সমর্থন দিয়েছিলো। তবে ওবামা সরকার শেষ সময়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনের নিন্দা প্রস্তাবে ভেটো দেয়নি।

হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে, ইসরায়েলের তেল আবিবে থাকা মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকারের বিষয়ে আলোচনা ‘মাত্র শুরু’ হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব বিষয় নিয়ে আলোচনা করবেন মাহমুদ আব্বাস। তিনি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারকে অবহিত করবেন বলেও আশা প্রকাশ করেছে সূত্রটি।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান হিসাবে ইয়াসির আরাফাত কয়েকবার বাংলাদেশ সফর করেছিলেন। ফিলিস্তিনিদের অবিসংবাদিত নেতা সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিলেন ১৯৯৭ সালে। তার ৭ বছর পর মৃত্যুবরণ করেন তিনি।  

এসএসজেড/এএআর/