মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসে সাংস্কৃতিক কূটনীতি অব্যাহত

প্রতিকূল পরিস্থিতির মধ্যেও মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস সাংস্কৃতিক কূটনীতি অব্যাহত রেখেছে। সোমবার রাতে ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাসে ‘রিদম অব বাংলাদেশ’ নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

বাংলাদেশ দূতাবাসে ‘রিদম অব বাংলাদেশ’এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রখ্যাত শিল্পী শামিমা ওসাইন প্রেমা এবং তার দল অনুষ্ঠানে ক্ল্যাসিক্যাল, আধুনিক ও লোকনৃত্য পরিবেশন করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যাক্তি এবং মিডিয়ার প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।

ইয়াঙ্গুনের ‘আর্টস অ্যান্ড কালচার ন্যাশনাল বিশ্ববিদ্যালয়’ এর শিক্ষক এবং শিক্ষার্থীরা বাংলাদেশের নাচের স্টাইল, আঙ্গিক এবং ঐতিহ্য দেখার জন্য অনুষ্ঠানে যোগ দেয়।

এর আগে, নভেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ দূতাবাস প্রখ্যাত চিত্রকর জামাল আহমেদ ও মোহাম্মাদ ইকবালের চিত্রকর্ম প্রদর্শনের আয়োজন করে। বাংলাদেশের সাংস্কৃতি মিয়ানমারে তুলে ধরার জন্য দূতাবাস এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে এবং ভবিষ্যতেও আরও অনুষ্ঠান করার আশা রাখে।

/এসএসজেড/এমও/