রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন

সংসদ ভবনদশম সংসদের চতুর্দশ অধিবেশনে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন হয়েছে। মঙ্গলবার প্রস্তাবটি উত্থাপন করেন চিফ হুইপ আ স ম ফিরোজ। পরে হুইপ মাহবুব আরা গিনি প্রস্তাবটি সমর্থন করেন এবং আলোচনা শুরু হয়।
গত রবিবার ২০১৭ সালের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেন। এরপর সংসদের বৈঠক মুলতবি করা হয়। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনার প্রথম দিনে অংশ নেন আওয়ামী লীগ দলীয় সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দীন ও সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য সেলিনা বেগম।
বৈঠক মুলতবি ঘোষণার আগে সংসদে সভাপতির দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া সংসদ সদস্যদের আগে-ভাগে রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবে বক্তব্য রাখার আহ্বান জানান।
তিনি বলেন, ‘মাননীয় চিফ হুইপ আপনাদের সকলকে আলোচনার জন্য চিঠি দিয়েছেন। আপনারা যদি প্রথমদিকে বক্তব্য দেন, তাহলে বেশি সময় আলোচনার সুযোগ পাবেন। শেষের দিকে আলোচনা করতে গেলে কিন্তু বেশি সময় দেওয়া যাবে না। এখন যারা ১২ মিনিট সময় পাচ্ছেন, শেষ সময়ে তাদের আমরা ৬ মিনিটের বেশি দিতে পারবো না।’

/ইএইচএস/এএআর/আপ-এমও/