পাঠ্যবইয়ে ভুল: শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

16409574_10210135761848879_1390708117_o

পাঠ্যবইকে সহজপাঠের নামে ‘সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক’ বিষয় অন্তর্ভুক্তির প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) হাইকোর্টের মাজার গেট সংলগ্ন রাস্তা ও সচিবালয়ের সামনে দফায় দফায় বাধার মুখে স্মারকলিপি দিয়ে কর্মসূচি শেষ করে সংগঠনগুলো।

16409327_10212219878278977_457683536_o

এসময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কিতে আহতের ঘটনাও ঘটেছে বলে সংগঠনগুলো দাবি করেছে। পুলিশ মন্ত্রণালয়ে যেতে বাধা দেওয়ায় পরে ড. সফিউদ্দিন আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে অবিলম্বে বৈষম্যমূলক ও সাম্প্রদায়িক বিষয় পাঠ্যবই থেকে সরিয়ে ফেলার দাবিসহ আট দফা দাবি উত্থাপন করা হয়েছে। এছাড়া জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সঙ্গে বাংলা একাডেমির বানানের যে অসামঞ্জস্যতা রয়েছে তা শিক্ষার্থীদের বিভ্রান্ত করে তুলেছেন দাবি করে স্মারকলিপিতে বলা হয়, সৃষ্টিশীল সাহিত্য ছাড়া অন্যান্য সব  ক্ষেত্রে এই অসামঞ্জস্যতা দূর করে একটি স্থিতিশীল বানান কাঠামো প্রণয়ন জরুরি।

/ইউআই/এসটি/