‘পার্ক ও মাঠের সমন্বয়ে পাবলিক প্লেস তৈরি হচ্ছে’

 

রফিক আজম

পার্কগুলোর চারপাশে আমরা দেয়াল গ্রিল তুলে দিয়ে আমরা সুরক্ষিত করতে চাইলেই সেটি সুরক্ষিত হয়েছে তাদের জন্য যারা পার্কেগুলোতে অবৈধভাবে করা দখল করেছে। কারণ যখনই ওভাবে ঘিরে ফেলা হচ্ছে তখন শহরের মানুষ সেটি প্রত্যাখ্যান করেছ। আমরা সেখান থেকে ফিরিয়ে আনবো। গ্রিল করলে সেটাকে ঘিরে দোকান ওঠে। ফলে আমাদের গবেষণা থেকে বুঝা যাচ্ছে পার্কের মধ্যে ঝোপঝাড় অন্ধকার রাখা যাবে না।

বাংলা ট্রিবিউন আয়োজিত ‘আমাদের রাস্তা, আমাদের পার্ক’ শীর্ষক বৈঠকিতে এ কথা বলেন স্থপতি রফিক আজম। তিনি আরও বলেন, পার্ক ও খেলার মাঠ আলাদা হয় কি করে। দুটির সংজ্ঞা নির্ধারণ সমস্যা আছে। আমরা পার্ক ও মাঠের সমন্বয়ে পাবলিক স্পেস তৈরি করছি। আগে পার্কে আয়োজন করে বেড়ানোর কথা ভাবা হতো।

মিথিলা ফারজানার সঞ্চালনায় বাংলা ট্রিবিউনের বৈঠকিতে অংশ নিচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, বাংলা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ, প্রধান তথ্য কমিশনার অধ্যাপক গোলাম রহমান, স্থপতি রফিক আজম, অভিনয়শিল্পী জাহিদ হাসান, এটিএন নিউজের সিইও সরকার ফিরোজ, আলোকচিত্রশিল্পী শহীদুল আলম এবং সাংবাদিক কামরুল ইসলাম। বৈঠকি চলবে বেলা ১টা পর্যন্ত।

সরাসরি বৈঠকি দেখতে চোখ রাখুন চ্যানেল একাত্তর- এর পর্দায় এবং এ সম্পর্কিত সব সংবাদ পড়ুন www.banglatribune.com এ।

/ইউআই/এফএএন/