পাঁচটি বিলে রাষ্ট্রপতির সম্মতি

জাতীয় সংসদ ভবনদশম জাতীয় সংসদের চলমান অধিবেশনে পাস হওয়া পাঁচটি বিলে সম্পত্তি দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আজ ররিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি এ বিলগুলোতে সম্মতি দিয়েছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রাষ্ট্রপতির সম্মতি পাওয়া বিলগুলো হলো— ক্যাডেট কলেজ বিল, ২০১৭; বাংলাদেশ জীববৈচিত্র্য বিল, ২০১৭; বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল, ২০১৭; বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বিল, ২০১৭ এবং পাট বিল, ২০১৭।
সংবিধান অনুযায়ী, সংসদে পাস হওয়া কোনও বিলে রাষ্ট্রপতি সম্মতি দিলেই তা আইনে পরিণত হয়। এরপর তা গেজেট আকারে প্রকাশ ও কার্যকর হয়।

আরও পড়ুন-

সোমবার রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন সদস্যদের সাক্ষাৎ

ফ্লাইওভার থেকে বাসস্ট্যান্ড সরাতে রিট

/ইএইচএস/টিআর/