রোহিঙ্গা পরিস্থিতি দেখতে ঢাকায় জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লিবাংলাদেশে বসবাস করা রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে রবিবার রাতে ঢাকায় এসেছেন জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি। বাংলাদেশে পাঁচ দিন অবস্থান করবেন তিনি।

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক বিশেষ র‌্যাপোর্টিয়ার ইয়াংঘি লি সোমবার পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং স্বরাষ্ট্র সচিব কামালউদ্দিনের সঙ্গেও বৈঠক করবেন তিনি। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্পও পরিদর্শন করবেন ইয়াংঘি লি।

রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের অবস্থা সরেজমিনে দেখতে গত মাসে ১২ দিন মিয়ানমারে অবস্থান করেছিলেন তিনি।

এর আগে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করতে ও তাদের অবস্থা দেখতে জাতিসংঘের একটি প্রতিনিধিদল, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং কফি আনান কমিশনের তিন সদস্য বাংলাদেশে এসেছিলেন।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা হয়। এতে সীমান্ত পুলিশের ৯ সদস্য নিহত হয়। এই হামলার জন্য রোহিঙ্গাদের দায়ী করে তাদের ওপর নির্যাতন চালায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। নির্যাতনে শতাধিক রোহিঙ্গা নিহত হয়েছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রায় ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। বর্তমানে চার লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে।

এসএসজেড/এএআর/