১১ মানবতাবিরোধী অপরাধীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত

মো. খলিলুর রহমান মীর (৬২), মো. সামসুজ্জামান ওরফে আবুল কালাম (৬৫), মো. আব্দুল্লাহ (৬২), মো. আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ওরফে আবুল মেম্বার (৬৮) এবং মো. রইচ উদ্দিন আজাদী ওরফে আক্কেল আলী (৭৪)ময়মনসিংহের ১১ জন মানবতাবিরোধীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করে প্রসিকিউশনে জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যাদের মধ্যে পাঁচজন আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আটক আছেন।

সোমবার ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান।

তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিদের বিরুদ্ধে লুণ্ঠন, অপহরণ, নির্যাতন, অগ্নি সংযোগ, হত্যা ও মুক্তিপণসহ মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেছে। তাই তদন্তে তাদের অভিযুক্ত করে ৭৫ পৃষ্টার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে।’

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মো. খলিলুর রহমান মীর (৬২), মো. সামসুজ্জামান ওরফে আবুল কালাম (৬৫), মো. আব্দুল্লাহ (৬২), মো. আব্দুল মালেক আকন্দ ওরফে আবুল হোসেন ওরফে আবুল মেম্বার (৬৮) এবং মো. রইচ উদ্দিন আজাদী ওরফে আক্কেল আলী (৭৪)।

/ইউআই/এসএনএইচ/