বিচারকদের নিয়োগ ও শৃঙ্খলাবিধি সংক্রান্ত রিটের আদেশ রবিবার

হাইকোর্ট

বিচারিক আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাবিধি সংক্রান্ত ১১৬ অনুচ্ছেদ এবং উচ্চ আদালতের বিচারকদের নিয়োগসংক্রান্ত সংবিধানের ৯৫ অনুচ্ছেদ বাতিল চেয়ে করা রিটের আদেশের জন্য আগামী রবিবার (২৬ ফেব্রুয়ারি) দিন নির্ধারণ করেছেন আদালত। বিচারপতি রেজা-উল হক ও বিচারপতি মোহম্মদ উল্লাহ হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

এর আগে আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট আবদনটি করেন। রিট আবেদনে আইনসচিব, মন্ত্রিপরিষদ সচিব, স্পিকার ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী করা হয়েছে।

রিট প্রসঙ্গে ইউনুছ আলী সাংবাদিকদের বলেন, বাহাত্তরের মূল সংবিধানে ১১৬ অনুচ্ছেদে অধস্থন আদালতের পূর্ণাঙ্গ দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের। কিন্তু ১৯৭৫ এর চতুর্থ সংশোধনীতে সুপ্রিম কোর্টের পরিবর্তে ওই ক্ষমতা দেওয়া হয় রাষ্ট্রপতির কাছে। এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

এছাড়া সংবিধানের ৯৫ (গ) অনুচ্ছেদে আইন তৈরি সাপেক্ষে বিচারপতি নিয়োগের বিধান থাকলেও সংসদে কোন আইন ছাড়াই দীর্ঘ ৪৫ বছর যাবত বিচারপতি নিয়োগ দিচ্ছে এটাও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রিট আবেদনে সংবিধানের এই ধারা বাতিল চাওয়া হয়েছে। আদালত এবিষয়ে শুনানি নিয়ে আগামী রবিবার আদেশের দিন ধার্য করে দিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।  

/এমটি/ইউআই/এসটি/