রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন ইসির সদস্যরা



শপথ নিলেন প্রধান নির্বাচন কমিশনারসহ অপর চার কমিশনাররাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নতুন নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনের সদস্যরা সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাক্ষাৎ করেন।
প্রায় এক ঘণ্টা সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনার সচিব মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের জানান, ‘সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। নব-নিযুক্ত কমিশনের এটাই প্রথম সাক্ষাৎ।’
গত ৬ ফেব্রুয়ারি (সোমবার) রাষ্ট্রপতি সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে কে এম নুরুল হুদাকে সিইসি করে পাঁচ সদস্যের কমিশন নিয়োগ দেন। অন্য নির্বাচন কমিশনাররা হলেন, মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রি জে (অব.) শাহাদত হোসেন।
এদিকে আগামী ২৩ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের কমিশন গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছে।
ইএইচএস/এমএনএইচ/