একুশে ফেব্রুয়ারি ভুলে গেছে পুলিশ!

একুশে ফেব্রুয়ারির দিনেও মিরপুর ও দারুস সালাম থানায় অর্ধনমিত ছিল না পতাকা

অমর একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে 'জাতীয় শহীদ দিবস'। জাতিসংঘ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ৩০তম সম্মেলনে ২৮টি দেশের সমর্থনে একুশে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দেয়। এ দিন ভাষা শহীদদের সম্মানার্থে বাংলাদেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা বাধ্যতামূলক। কোথাও কোথাও শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়। তবে রাজধানীর দারুসসালাম থানা ও মিরপুর মডেল থানা গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি। বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে যোগাযোগ করা হলে টনক নড়ে, করা হয় জাতীয় পতাকা অর্ধনমিত।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে দেখা যায়, মিরপুরের  দারুসসালাম থানা ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত ছিল না। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় দারুসসালম জোনের এসি মামুন মোস্তফার সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, এটা তো হওয়া কথা না। আমি এক্ষুণি দেখছি।

বাংলা ট্রিবিউন বিষযটি নজরে আনার পরে মিরপুর মডেল থানায় অর্ধনমিত করা হয় জাতীয় পতাকা

দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর মডেল থানার সামনে গিয়ে দেখা যায় জাতীয় পতাকা অর্ধনমিত নেই। তবে ১২ টা ৪৫ মিনিটের দিকে একজন পুলিশ সদস্য জাতীয় পতাকা অর্ধনমিত করে দেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে মিরপুর জোনের ডিসি মাসুদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, একুশে ফেব্রুয়ারিতে সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হয়। এমন ভুল তো হওয়া কথা না। বিষয়টি আমি দেখছি।

/সিএ/টিএন/