অ্যালায়েন্স ফাউন্ডেশনের শহীদ দিবস পালিত

অ্যালায়েন্স ফাউন্ডেশনের শহীদ দিবস পালিত‘পথ শিশুদের একুশ’ শিরোনামে দিনব্যপী নানা আযোজনের মধ্য দিয়ে শহীদ দিবস পালন করেছে দি অ্যালায়েন্সেস ফাউন্ডেশন, বাংলাদেশ। রাজধানীর বনশ্রী বন্দর স্টিল মাঠে সকালে শিশুদের নিয়ে প্রভাত ফেরী এবং কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান।

পরে আধুনিক স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়াল স্কুলের বাচ্চাদের অমর একুশে নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, ভাষা-অন্দোলন ও মাতৃভাষা দিবসের ইতিহাস নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অ্যালায়েন্স ফাউন্ডেশনের শহীদ দিবস পালিতআলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বনশ্রী কল্যাণ সমিতির সভাপতি মো. আবুল কালাম, ক্রিকেটার মোহাম্মাদ আশরাফুল, আরিফুর রহমান, আহসান মাহমুদ, গোলজার হোসেন, নাফিস, রায়াত, নওশাদ, শিমুল, কুমু, তানভীর, তরিকুল, লিমা, মো. শাহ আলম শান্ত, তুষার, জিহান, মিশাল, বাপ্পি প্রমুখ।

দি অ্যালায়েন্সেস ফাউন্ডেশন, বাংলাদেশ পথ শিশু উন্নয়নমূলক সংস্থা। গত ২ বছর ধরে ঢাকার বিভিন্ন বস্তির শিশু এবং পথ শিশুদের শিক্ষা, চিকিৎসা সেবা প্রধানের পাশাপাশি ‘ভার্চুয়াল স্কুল’ নামের একটি স্কুল পরিচালনা করে আসছে সংগঠনটি।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল ‘বাংলা ট্রিবিউন’।

/এসএনএইচ/