২৮ ওষুধ কোম্পানির পেনিসিলিন ও ক্যানসারের ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ

হাইকোর্ট

ডিসেন্ট, একমি ফার্মাসহ ২৮ ওষুধ কোম্পানির অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন ও ক্যানসারের ওষুধ আগামী ৭২ ঘণ্টার মধ্যে উৎপাদন এবং বিপণন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

এছাড়া আদালত একটি রুল জারি করে বলেন, এই ২৮ কোম্পানির ওষুধ উৎপাদন ও বিক্রি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না এবং উৎপাদন ও বিক্রি বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না। স্বাস্থ্যসচিব, শিল্পসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে একই হাইকোর্ট বেঞ্চের নির্দেশে ২০টি কোম্পানির সব ধরনের ওষুধ ও ১৪টি কোম্পানির সব ধরনের অ্যান্টিবায়োটিক উৎপাদনও বন্ধই রয়েছে। মানসম্মত ওষুধ উৎপন্ন না করায় এ সব কোম্পানির লাইসেন্সও বাতিল করে দেন হাইকোর্ট।

আবেদনের বিষয়ে আইনজীবী মনজিল মোরসেদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'একটি বিশেষজ্ঞ প্রতিবেদনে ওই কোম্পানিগুলোর ওষুধের মান নিয়ে প্রশ্ন তুলে উৎপাদন বন্ধের সুপারিশ করা হয়েছিল। তারপরও কোনও ব্যবস্থা না নেওয়ায় আমরা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) এর পক্ষ থেকে রিট আবেদন করেছিলাম। সেটির ভিত্তিতেই আজ এই নির্দেশ দেওয়া হয়েছে।'

/ইউআই/এসটি/