ঢিলেঢালাভাবে রাজধানীতে চলছে বাস ধর্মঘট

বাস ধর্মঘট

তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজনের নিহতের মামলায় এক বাসচালকের যাবজ্জীবন কারাদণ্ডাদেশের প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে সারাদেশে পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে। রাজধানী ঢাকায় আংশিকভাবে ধর্মঘট পালন করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ধর্মঘট চলছে বলে জানিয়েছেন বাংলা ট্রিবিউনের প্রতিনিধিরা।

রাজধানীর সায়েদাবাদ বাস স্ট্যান্ড থেকে মঙ্গলবার সকালে কুমিল্লা, নরসিংদী, চট্টগ্রামের উদ্দেশে বাস ছেড়ে গেছে। তবে সংখ্যায় খুব বেশি নয়। বাস টার্মিনালে যাত্রীদের উপস্থিতিও বেশ ভালো। যাত্রী সংখ্যার তুলনায় গাড়ির সংখ্যা কম। ফলে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।  

বাসের জন্য যাত্রীদের অপেক্ষা

নগরীর ভেতরও খুব বেশি পরিমাণে যানবাহন চলাচল করছে না। ফলে অফিসগামী লোকজনকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘক্ষণ রাস্তায় অপেক্ষা করেও গাড়ি পাচ্ছেন না অনেকে। আর যেসব গাড়ি চলছে তাতে যাত্রী বেশি থাকায় অনেকে ওঠতেও পারছেন না। তাই অনেক যাত্রী বাধ্য হ য়েই রিকশা, সিএনজি ও অটোরিকশা করে চলাচল করছে। তবে বিআরটিসির বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

আবদুল খালেক, ‘আমি অনেকক্ষণ ধরে দাড়িয়ে আছি। আর রিকশায় যাওয়ার মতো টাকা নেই। আমি এখন কিভাবে যাবো চিন্তা করছি।’     

16990891_10210370007224867_240510665_o

বিপ্লবী সড়ক পরিবহন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলী রেজা বলেন, ‘এখন ধর্মঘট ও হরতাল দুটোই চলছে। আমরা এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। সরকার যদি শ্রমিকের শাস্তির ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ না নেয় তাহলে দুপুরের পর সব বাস-ট্রাক সব বন্ধ হয়ে যাবে।’

17015342_10210370003864783_1000928006_o

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীর সহ পাঁচজনের নিহতের ঘটনায় ঘাতক বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জ আদালত। এই রায়ের প্রতিবাদে রবিবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় রবিবার ভোর ৬টা থেকে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

জামির হোসেনের রায়ের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ২দিন পালন শেষে মঙ্গলবার ভোর ৬টা থেকে দেশব্যাপী ছড়িয়ে পড়ছে।

16990754_10210370006824857_443762081_o

দেশব্যাপী ধর্মঘট আহবানের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু সোমবার রাত সোয়া ১১টায় বলেন, ‘মঙ্গলবার ভোর ৬টা থেকে দেশব্যাপী পরিবহন ধর্মঘট আহ্বান করা হয়েছে।’

ছবি: নাসিরুল ইসলাম।

/ওএফ/এসটি/