প্রেসক্লাবের সামনে হরতাল সমর্থনকারী ও বিরোধীদের সংঘর্ষ

17092766_1230869253628077_282965013_o

হরতাল সমর্থনকারী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেসক্লাবের সামনে হরতাল সমর্থনকারী বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও সমাজতান্ত্রিক দল এবং হরতাল বিরোধী বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগের নেতারা দুটি মানববন্ধন করছিলেন। এ সময় হরতাল সমর্থনকারীরা পরিবহন যাতায়াতে বাধা দেওয়ায় শ্রমিক লীগের নেতারা তাতে বাধা দেয়। এমন সময় দু পক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলে। বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ১০ মিনিট ধরে দুপক্ষের মধ্যে থেমে থেমে হাতাহাতি চলে। তবে বাসদ নেতা সংঘর্ষের কথা অস্বীকার করেছেন।

এ ঘটনার পরে পরিবহন শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা মানববন্ধন করছি। কিন্তু হরতাল সমর্থনকারীরা আমাদের পাশে অবস্থান নিয়ে বাস যাতায়াত বন্ধ করে দেয়। এর প্রতিবাদ করায় তারা আমাদের ওপর হামলা করেছে।’

17093143_1230869213628081_844246482_o

তিনি আরও বলেন, শ্রমিক লীগের তিন কর্মী আহত হয়েছে। সিরাজ মিয়া, আবুল কালাম আজাদ এবং হারুন উর রশিদ আহত হয়েছেন।

বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেন, ‘হারতালের কারণে শ্রমিক লীগের নেতাদের সঙ্গে আমাদের কোনও সংঘর্ষ হয়নি। রাস্তা দিয়ে বাস যাতায়াত করছিল তখন বাসের হেলপারদের সঙ্গে শ্রমিক লীগের নেতাদের মধ্যে সংঘর্ষ বেধেছে। এখানে আমাদের কোনও সংশ্লিষ্ঠতা নেই।’

 /আরএআর/এসটি/