ওসি কুনিও হত্যার বিচার দেশের ইতিহাসে একটি উদাহরণ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হকজাপানি নাগরিক ওসি কুনিও হত্যার বিচার দেশের ইতিহাসে দ্রুততম সময়ে খুনের মামলা শেষ করার একটি উদাহরণ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, মামলায় ছয় জঙ্গির মধ্যে পাঁচ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এই মামলার রায় ঘোষণার মাধ্যমে আদালতে গতি ফিরে এসেছে। বিচারের এই গতি ধরে রাখতে পারলে মামলার জট কমবে বলে মনে করেন তিনি।
মঙ্গলবার রংপুরে জাপানি নাগরিক ওসি কুনিও হত্যা মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে নিজ দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তির যে দৃষ্টান্ত সৃষ্টি হলো, এতে প্রমাণ করে আমরা বিচার বিলম্বের সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছি ।’ এসব মামলার উদাহরণ সামনে রেখেই ভবিষ্যতে অন্যান্য আলোচিত ও সাধারণ মামলায় নজর দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি বলেন, ‘বিচার দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। এর আগে রকিব, রাজনসহ একাধিক হত্যা মামলা দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হয়েছে। এসব মামলার সাক্ষ্য গ্রহণে কোনও বিলম্ব হয়নি।’
এসময় আইনসচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী রংপুর আদালতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘২০১৫ সালে আমাদের দেশে কয়েকজন বিদেশি নাগরিককে হত্যার ঘটনা ঘটেছে। তার মধ্যে কুনিও ছিলেন একজন। তখন আমরা কথা দিয়েছিলাম এসব হত্যাকাণ্ডের বিচার আইনমাফিক দ্রুত নিষ্পত্তি করা হবে। আজ  আমরা সে কথা রক্ষা করতে পেরেছি।'

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলাসহ রাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তি প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন তার প্রত্যেকটি মামলায় গড়ে ২০ বার সময় নিয়েছেন। এ কারণে সহিংসতার মামলাগুলোয় দেরি হচ্ছে। আদালত যদি সময় দেন তাহলে আমাদের কিছু বলার থাকে না।’ তিনি বলেন, 'মামলা আদালতে বিচারাধীন। আর রায় দেবেন বিচারক। এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না।'

পরিবহন শ্রমিক ধর্মঘট প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘একটি মামলার রায়ের কারণে সারাদেশে পরিবহন শ্রমিকদের ধর্মঘট দুঃখজনক।’  তিনি বলেন, 'রায়ে যদি কেউ সংক্ষুব্ধ হন, জনগণকে কষ্ট না দিয়ে আদালতে গিয়ে বক্তব্য উপস্থাপন করুন।’ পরিবহন শ্রমিকদের ধর্মঘটে আদালত অবমাননা হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, 'এটি আদালতের বিবেচ্য বিষয়।'

/এসআই/ এপিএইচ/

আরও পড়ুন: শিক্ষাসচিবসহ ৬ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল