পাঠ্যবইয়ে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দেওয়ার সুপারিশ

পাঠ্যবই হাতে খুদে শিক্ষার্থীরাপ্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যবইয়ে শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার অনুষ্ঠিত কমিটির ২৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বিবাহ নিবন্ধনের বয়স প্রমাণের লক্ষ্যে বিদ্যমান রেজিস্ট্রেশন ফর্মে জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের আইডি ব্যবহারের জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানানো হয় এ বৈঠকে।

সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বেগম রেবেকা মমিন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোছা: মাহাবুব আরা বেগম গিনি, মনোয়ারা বেগম ও রিফাত আমিন।

ইএইচএস/এএআর/