খাদ্য ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামআধুনিক প্রযুক্তির মাধ্যমে খাদ্য ব্যাবস্থাপনাকে ঢেলে সাজানো হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন ডিজিটাল পথে চলছে। তাই গোটা খাদ্য ব্যাবস্থাপনাকে ডিজিটালাইজড করে অনলাইনের আওতায় আনতে চাই।’
বুধবার (১ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত ‘ফুড স্টক অ্যান্ড মার্কেট মনিটরিং সিস্টেম: মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ প্রজেক্ট’ বিষয়ক এক কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য বিতরণ পদ্ধতিকে অনলাইন মনিটরিংয়ে আনার মাধ্যমে দেশের সব স্তরের খাদ্য ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করা হবে। এতে সারাদেশের খাদ্য গুদামের সর্বশেষ কী অবস্থা, খাদ্যশস্যের মজুদের পরিমাণ জানা যাবে। এভাবে আমরা প্রতিদিনের স্টক সিস্টেম সম্পর্কেও জানতে পারব। দেশের প্রতিটি খাদ্য গুদামকে অনলাইনের মাধ্যমে ঢাকা থেকে মনিটরিং করা হবে।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘দেশে তথ্যপ্রযুক্তির যে ছোঁয়া লেগেছে তাতে সবকিছু এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও পিছিয়ে থাকার কোনও কারণ নেই। এছাড়া, বেসরকারি পর্যায়ে কেউ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেটাও নজরদারি করা হবে।’
প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় খাদ্য সংরক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আটটি আধুনিক সাইলোর পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় খাদ্য সংরক্ষণের জন্য পাঁচ লাখ গৃহস্থালী সাইলো তৈরি করা হচ্ছে। প্রতিটি সাইলোতে ৬০ কেজি করে খাদ্য সংরক্ষণ করা যাবে। এর ফলে দুর্যোগের সময় ওইসব এলাকায় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাবে।’
খাদ্য সচিব কায়কোবাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান, প্রজেক্ট পরিচালক গাজিউর রহমান, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার ম্যানিভেল সিনিসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

জঙ্গি কর্মকাণ্ড থেকে ফিরলেই আইনি সহায়তা ও পুনর্বাসন: প্রধানমন্ত্রী

'এখন থেকে মোবাইলের মাধ্যমে বৃত্তির টাকা পাবেন মায়েরা'

/এসআই/টিআর/