নারীরা এভিয়েশন খাতে নেতৃত্ব দিতে সক্ষম

17199189_1396533377035055_159923128_n

বাংলাদেশের নারীরা এভিয়েশন খাতে নেতৃত্ব দিতে সক্ষম। অনেক আগে থেকেই নারীরা দক্ষতার সঙ্গে এভিয়েশন খাতে অবদান রাখছেন বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপেন্ট তানিয়া রেজা।

বুধবার বিশ্ব নারী দিবসে বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার দুপুর ১টা ৫০মিনিটে  ঢাকা থেকে সিলেট ৮০ জন যাত্রী নিয়ে বিমানবন্দর ত্যাগ করে। বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ফ্লাইটে পাইলট থেকে কেবিন ক্রু সবাই নারী। দেশের নারীদের এভিয়েশন খাতে আরও বেশি আগ্রহী করে তোলা এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের নারীরা এগিয়ে যাচ্ছে সে বার্তা পৌঁছে দিতে এ উদ্যোগ বিমানের।

17198857_1396533380368388_892871450_n

বিমানটি পরিচালনা করেন ক্যাপ্টেন তানিয়া রেজা এবং ফার্স্ট অফিসার অন্তরা। এছাড়াও ২ ককপিট ক্রু ও ৬ জন কেবিন ক্রুর দায়িত্বে ছিলেন নারীরা। এ ফ্লাইটটি নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মী ও গ্রাউন্ড সার্ভিসের দায়িত্বে থাকা কর্মীরাও ছিলেন নারী।

এ প্রসেঙ্গে ক্যাপেন্ট তানিয়া রেজা বলেন, ‘দেশের নারীরা এগিয়ে যাচ্ছে।  নারীদের অগ্রযাত্রা সর্বক্ষেত্রে। এভিয়েশন খাতেও নারীরাও অবদান রাখছেন। আমি বিমানের যোগ দিয়েছি  ২০০০ সালে। এফ ২৮, ডিসি-১০, এয়ারবাস ৩১০, বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চালিয়েছি। বর্তমানে বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছি।’ এখন পর্যন্ত ৬ হাজার ঘণ্টা উড়োজাহাজ চানানোর অভিজ্ঞতা অর্জন করেছেন তানিয়া রেজা।

17203734_1396533367035056_1743439548_n

বিশেষ ফ্লাইট প্রসঙ্গে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, ‘বিমানে ১৪০ জন পাইলট রয়েছেন। এরমধ্যে ৯ জন নারী পাইলট রয়েছেন। বিমানের গ্রাউন্ড সার্ভিস, প্রকৌশলসহ বিভিন্ন বিভাগে নারীরা দক্ষতার পরিচয় দিচ্ছে। দেশের নারীরা বিশ্বে সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে, এটি তুলে ধরতে এই আয়োজন।’

/সিএ/এসটি/