ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মিজারুল কায়েস মারা গেছেন

মিজারুল কায়েস

ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহামেদ মিজারুল কায়েস মারা গেছেন। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে তিনি মারা যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ব্রাসিলিয়াতে তার স্ত্রী ও দুই মেয়ে আছেন। তাদেরসহ মিজারুল কায়েসের মৃতদেহ ঢাকায় ফেরত আনা হবে।

প্রসঙ্গত, ১১ ফেব্রুয়ারি থেকে তিনি হাসপাতালে নিবীড় পর্যবেক্ষণ ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন। শ্বাসকষ্ট, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তিনি। ১৯৮২ সালের বিসিএস সার্ভিসের কর্মকর্তা মিজারুল কায়েস ২০১৯ সালে পিএলআরএ যাওয়ার কথা ছিল। খবর বাসস।

/এসএসজেড/এসটি/