ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েসের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তারা বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
রাষ্ট্রপতি শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘মিজারুল কায়েসের মৃত্যুতে দেশ একজন দক্ষ কূটনীতিককে হারালেঅ। ’
প্রধানমন্ত্রী শোক বার্তায় মিজারুল কায়েসের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী শোক বার্তায় বলেন, ‘মিজারুল কায়েস ছিলেন একজন অভিজ্ঞ কূটনীতিক। তার মৃত্যু বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।’
এছাড়াও বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ স ম ফিরোজ সাবেক পররাষ্ট্র সচিব ও ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েসের মৃতুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টার দিকে তিনি মারা যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, তার মৃতদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। ব্রাসিলিয়াতে তার স্ত্রী ও দুই মেয়ে আছেন। তাদেরসহ মিজারুল কায়েসের মৃতদেহ ঢাকায় ফেরত আনা হবে। খবর: বাসস।
/এসটি/