সীতাকুণ্ডে আটক নারীর কোমরে ছিল আত্মঘাতী ভেস্ট

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে আটক এক দম্পতিচট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা থেকে আটক নারীর কোমরে বাঁধা আত্মঘাতী ভেস্ট উদ্ধার করেছে পুলিশ।ওই আস্তানায় আরও বিস্ফোরক রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোম ডিস্পোজাল টিম।

বুধবার দুপুর ৩টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছে।পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির ভেতর থেকে গ্রেনেড ছুড়ে মারে জঙ্গিরা। গ্রেনেডের স্প্লিন্টারে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মোজাম্মেল আহত হয়েছেন। বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মসিউদৌলা রেজা।

তিনি বলেন, ‘প্রেমতলা এলাকায় জঙ্গি আস্তানাটি ঘিরে অভিযান চলছে। একটি বাড়ি থেকে এক দম্পতিকে আটক এবং বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত দম্পতির নাম তাৎক্ষণিকভাবে পুলিশ জানিয়েছে, জসিম উদ্দিন ও আরজিনা। তাদের সঙ্গে তিন মাস বয়সী একটি শিশুও আছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (অপারেশন) মাহবুব মিল্কি জানান, এই বাড়ি থেকে অস্ত্র, গুলি, গানপাউডারসহ বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।’

সিএমপির বোম ডিস্পোজাল টিমের কর্মকর্তারা জানান, ওই নারী তার কোমরে একটি ভেস্ট বেঁধে রেখেছিল। বাড়িওয়ালার সঙ্গে তার ধস্তাধস্তি হয়। তবে ওই নারী কোনও বিস্ফোরণ ঘটাতে পারেনি।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, ‘জঙ্গি আস্তানা থেকে ইতোমধ্যে বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আটকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

বাড়িওয়ালা সুভাষ চন্দ্র দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার সঙ্গে ওই নারীর ধস্তাধস্তি হয়েছে। এসময় তার কোমরে ভেস্ট ছিল। আমার স্ত্রী তার হাত ধরে ফেলে।সে তখন তার হাতেও কামড় দেয়।আমার স্ত্রী তার হাত ধরে ফেলায় সে বিস্ফোরণ ঘটাতে পারেনি।’

অপরদিকে, এই দম্পতি কাপড়ের ব্যবসার কথা বলে বাসা ভাড়া নিয়েছিল বলেও জানান বাড়িওয়ালা।

এদিকে, চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানার উদ্দেশে ঢাকা থেকে রওনা হয়েছে কাউন্টার টেরোরিজম  ইউনিটের সোয়াত টিম। এ খবর নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম  ইউনিটের (সিটিটিসি) স্পেশাল অ্যাকশন গ্রুপের ডিসি প্রলয় কুমার জোয়ার্দার। তিনি জানান,  চট্টগ্রামে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। তিনি বলেন, ‘আমাদের টিম অলরেডি চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে। তারা গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করবে। এরপর ব্যবস্থা নেওয়া হবে।

/এআরআর/  এপিএইচ/

আরও পড়ুন:
 ‘সীতাকুণ্ডের প্রেমতলায় অবরুদ্ধ তিন জঙ্গি জেএমবি সদস্য’

সীতাকুণ্ডে আরও এক ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, দম্পতি আটক