আহত হয়ে হাসপাতালে আবদুল্লাহ আবু সায়ীদ

আবদুল্লাহ আবু সায়ীদ, ছবি- অনলাইন থেকে সংগৃহীতবিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ আহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের সামনের সড়ক পার হতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। এ সময় তার পা মচকে যায়। তার ব্যক্তিগত সহকারী আলমগীর শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদকে সঙ্গে-সঙ্গে শমরিতা হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন সেখানেই চিকিৎসাধীন আছেন। প্রাথমিক পরীক্ষা শেষে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন আশঙ্কামুক্ত।
তবে আবদুল্লাহ আবু সায়ীদের সেরে উঠতে সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার পায়ে অস্ত্রোপচারের পরামর্শও দিয়েছেন তারা। শনিবার রাতে পরিবারের সদস্যরা আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মী মেজবাহ উদ্দিন আহমেদ সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার বাংলাভিশনের সামনের সড়কের বিপরীত দিকে রাখা গাড়ির কাছে যাচ্ছিলেন স্যার। বাংলাভিশন থেকে বেরিয়ে সামনের সড়ক বিভাজকে উঠতে গিয়ে কিংবা নামতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। তার পা মচকে গেছে। স্যারের পেলভিসের জয়েন্টে ফ্র্যাকচার হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। পড়ে যাওয়ার পর অবশ্য তিনি নিজেই হেঁটে হাসপাতালের ট্রলিতে উঠে বসেন।’

এদিকে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের আহত হওয়ার খবরে উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

/জেএ/এফএএন/জেএইচ/এএআর/