চৈত্রে হঠাৎ বৃষ্টি!

17440054_1408301165858276_1308383027_n

সবে চৈত্র মাস শুরু হয়েছে। সচরাচর এই সময় রোদ্দুর আর গরম থাকে। তার বদলে চৈত্রের শুরু থেকেই শুরু হয়েছে বৃষ্টি। ফলে শীত যাই যাই করেও যেনও যাচ্ছে না। ফলে ফ্যানের বদলে রাতে কাঁথা কম্বলের মুড়ি দিয়েই ঘুমাতে হচ্ছে। আবহওয়া বিভাগ জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণেই চৈত্রে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে।

গত সপ্তাহ দু’দিন বৃষ্টির পর আজ সোমবার সকাল ৭টার পরপরই অঝোরে বৃষ্টি নামে রাজধানীতে। প্রথমে গুড়িগুড়ি বৃষ্টি হলেও পরে ভারী বর্ষণ। হঠাৎ আকাশ কালো করে নামা এই বৃষ্টিতে সকালে স্কুলগামী শিশুদের নিয়ে অভিভাবকদের পড়তে হয় বিপত্তিতে।

আবহাওয়া অধিদফতরে জানিয়েছে, রাজধানী ঢাকায় সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফাল্গুনের শেষ ও চৈত্রের শুরু থেকে এ বৃষ্টিকে অস্বাভাবিক বলছেন না তারা।

17430621_1408301155858277_1003420397_o

আবহাওয়া অধিদফতরের পরিচালক সামসুদ্দিন আহমেদ জানান, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর /উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০-১৫ কি.মি. যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘণ্টায় (২০-৩০) কিমি।

আবহাওয়া অফিসের তথ্যমতে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ অঞ্চলে অবস্থান করছে। অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

17409630_1408301182524941_284735816

এদিকে, আবহাওয়াবিদ বদরুল রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, এবার মৌসুমি বায়ু একটু আগে প্রবাহিত হচ্ছে। সেকারণে ঘন ঘন বৃষ্টি চৈত্রে দেখা দিচ্ছে। চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা অঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্কসংকেত ও অন্যান্য নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল মঙ্গলবার আকাশ পরিষ্কার হতে পারে।

ছবি: নাসিরুল ইসলাম

/সিএ/ইউআই/এসটি/