আতিয়া মহলের বাইরে বৃষ্টি ভেতরে অভিযান

আতিয়া মহল (ছবি-ফোকাস বাংলা)

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা আতিয়া মহলে শনিবার সকারে ৮টা থেকে চলছে ‘অপারেশন টোয়াইলাইট’ (গোধূলি)। অভিযান শুরুর কিছুক্ষণ পর থেকেই ব্যাপক ঝড়-বৃষ্টি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে বৃষ্টি চলছে। এর মধ্যেই আতিয়া মহল থেকে গুলির শব্দ পাওয়া যাচ্ছে। অভিযান এখনও চলছে।

শুক্রবার ভোররাত ৪টা থেকেই আইনশৃঙ্খলা বাহিনী সিলেটের ওই বাড়িটি ঘিরে রাখে। চট্টগ্রামের সিতাকুণ্ড থেকে আটক হওয়া জঙ্গিদের তথ্যে ভিত্তিতে ওই বাড়িটি প্রথমে ঘিরে রাখে সিলেট পুলিশ। শুক্রবার সকাল ৮টার দিকে আতিয়া মহল বাড়ির ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয় বলে জানায় স্থানীয়রা। এরপর পুলিশ  ওই বাসার আশপাশের সব বাড়ি খালি করে। কিন্তু ওই ভবনের নিচতলায় জঙ্গিরা অবস্থান করায় বাড়িটি খালি করা সম্ভব হয়নি। পরে অভিযানে অংশ নিতে ঢাকা থেকে সোয়াতের একটি টিম সেখানে যায় শুক্রবার বিকালে। এরপর সন্ধ্যায় অভিযানে অংশ নিতে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবহিনীর প্যারা-কমান্ডো বাহিনীর সদস্যলা। প্রায় ৩০ ঘণ্টা পর শনিবার সকালে সেনাবাহিনীর কমান্ডো দল অভিযান শুরু করে। এরই মধ্যে ওই বাড়ির সামনে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হয়েছে।

/এসটি/

আরও পড়ুন: 

অভিযান চালাচ্ছেন সেনা কমান্ডোরা

 

সিলেটে জঙ্গি আস্তানায় অভিযানে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো

আতিয়া মহল ঘিরে রেখেছে সোয়াত, রাতেই অভিযান


সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
 

‘আল্লাহু আকবর’ ধ্বনি দেয় জঙ্গিরা

'আতিয়া মহল’ থেকে গ্রেনেড ছোড়া হয়েছে

ঢাকা থেকে সিলেট যাচ্ছে সোয়াত