আইপিইউ সম্মেলনে অংশ নেবেন দেড় হাজার প্রতিনিধি

 

আইপিইউ বাংলাদেশে অনুষ্ঠিব্য ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম এসেম্বলিতে ১৩১টি দেশের স্পিকার, ডেপুটি স্পিকার ও সংসদ-সদস্যসহ প্রায় ১৫ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। বাংলাদেশ জাতীয় সংসদ ও আইপিইর যৌথ উদ্যোগে আয়োজিত এ এসেম্বলির প্রেসিডেন্ট হবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আইপিইউর মূল প্রতিবাদ্য  হচ্ছে-Redressing inequalities: Delivering on dignity and well-being for all. শনিবার সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ১-৫ এপ্রিল ঢাকায় প্রথমবারের মতো আন্তর্জাতিক সংগঠন আইপিইউর সম্মেলন হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদের দক্ষিণ প্লাজায় এই এসেম্বলির উদ্বোধন করবেন। এ সময় তিনি স্মারক ডাকটিকেট উন্মোচন এবং আইপিইউ ওয়েব টিভি উদ্বোধন করবেন। আইপিইউ এসেম্বলির  অন্যান্য ইভেন্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসেম্বলিটির সফল আয়োজন গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। এটি বহির্বিশ্বে একটি উদার, গণতান্ত্রিক ও আদর্শ রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

আইপিইউ’র ১৩১তম এসেম্বলিতে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী আইপিইউ-এর প্রেসিডেন্ট নির্বাচিত হন। বাংলাদেশ থেকে তিনিই প্রথম আইপিইউ-এর প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৮৮৯ সালে প্রতিষ্ঠিত আইপিইউ বৃহৎ সংসদীয় সংস্থা। আইপিইউ এর সদর দফতর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। স্বাধীন ও সার্বভৌম পার্লামেন্ট এ সংস্থার সদস্য হতে পারে। বর্তমানে আইপিইউভূক্ত সদস্য সংখ্যা ১৭০টি এবং সহযোগী সদস্য সংখ্যা ১১টি। স্বাধীনতালাভের পর ১৯৭২ সালে বাংলাদেশ জাতীয় সংসদ আইপিইউ-এর সদস্যপদ লাভ করে ।

আইপিইউ এসেম্বলি উপলক্ষে আগামী ৩১ মার্চ সকালে বিআইসিসি এ স্থাপিত মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী,এমপি এবং আইপিইউ সেক্রেটারি মার্টিন চুনগুং বক্তব্য রাখবেন।

/ইএইচএস/এমএনএইচ/