রংপুরে ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল পরিচালনাকারীদের বিরুদ্ধে মামলার নির্দেশ

বৃহস্পতিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতালরংপুর শহরের ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে এ স্কুল পরিচালনাকারিদের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আগামী ২০ এপ্রিলের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালককে তা মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

সোমবার (২৮ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশ দেওয়া হয়। যুগ্মসচিব সালমা জাহান স্বাক্ষরিত মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, রংপুর শহরে অবস্থিত ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল সরকার অনুমোদিত নয়। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, যা প্রমাণিত। সরকারের অনুমোদন ছাড়া কোনও শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। রংপুরে ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুল অবিলম্বে বন্ধসহ যেসব ব্যক্তি ওই প্রতিষ্ঠান পরিচালনায় প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আগামী ২০ এপ্রিলের মধ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে অবহিত করার জন্য মাউশি মহাপরিচালককে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, রংপুর শহরের ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের বিরুদ্ধে ভর্তিতে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন অভিযোগ ছিল।

/এসএমএ/এমপি/