‘এ ধরনের আসামিরা দয়া পেতে পারে না’

আদালত

ডাকাতিসহ খুনের মামলায় এ ধরনের আসামিদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তারা আইনগত কোনও সুযোগ বা দয়া পেতে পারেন বলে জানিয়েছেন সাংবাদিক আফতার হত্যা মামলার রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন আদালত। এ হত্যা মামলায় আজ মঙ্গলবার ৫ জনের মৃত্যুদণ্ড এবং একজনের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ৭৯ বছর বয়সী ভিকটিম আফতাব আহমেদ জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার ফটোসাংবাদিক ছিলেন। তিনি বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় ও পরবর্তীতে অসংখ্য দুর্লভ ছবি তুলেছেন। ফটোগ্রাফিতে তার বিশেষ অবদানের স্বীকৃত স্বরূপ ২০০৬ সালে রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত হয়ে বিরল সম্মানে ভূষিত হন আফতাব। এ ধরনের একজন খ্যাতিমান প্রবীণ সাংবাদিককে ডাকাতির সময় নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার বিষয়টি গ্রহণযোগ্য নয় এবং তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। দেশের আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাকল্পে এ ধরনের ডাকাতিসহ খুনের মামলায় আসামিদের উপযুক্ত শাস্তি হওয়া একান্ত প্রয়োজন। নিষ্ঠুর এ হত্যার দায়ে দণ্ড প্রদানের ক্ষেত্রে আইনত কোনও সুযোগ বা দয়া তারা এই ট্রাইব্যুনাল থেকে পেতে পারে না।

/এসআইটি/এআর/এসটি/

আরও পড়ুন: সাংবাদিক আফতাব হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড