আপাতত স্থগিত থাকছে খালেদার নাশকতার চার মামলা

খালেদা জিয়া

রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা নাশকতার চার মামলার কার্যক্রম স্থগিত করার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন দুই সপ্তাহের জন্য মুলতবি রেখেছেন চেম্বার আদালত। মঙ্গলবার সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই আদেশ দেন।   

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার সাকিব মাহবুব জানান, আদালতের এই আদেশেল ফলে দুই সপ্তাহ খালেদার মামলাগুলো কার্যক্রম স্থগিত থাকছে।

১৩ এপ্রিল  বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপতি এএনএম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই ৪ মামলার কার্যক্রম স্থগিত করেন। পরে এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।

/এমটি/ইউআই/এসএমএ/এসটি/