রাজনীতিতে তরুণ সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীরাজনীতিতে তরুণ সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারম্যান ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘সিপিএভুক্ত প্রতিটি দেশে রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে তরুণ সমাজের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। প্রতিটি উন্নয়ন নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে তরুণদের প্রাধান্য দিতে হবে।’
মঙ্গলবার (২৫ এপ্রিল) অস্ট্রেলিয়ার ডারউইনে নর্দার্ন টেরিটরি লেজিসলেটিভ অ্যাসেম্বলি চেম্বারে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) কার্যনির্বাহী কমিটির মধ্যবার্ষিকী সভার উদ্বোধনী অনুষ্ঠানে ড. শিরীন শারমিন চৌধুরী এ কথা বলেন।
অনুষ্ঠানে স্পিকার বলেন, ‘কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্যদের একটি প্ল্যাটফরম সিপিএ যা বিশ্বের দুইশ ৪০ কোটি জনগণের প্রতিনিধিত্ব করে থাকে। এ জনসংখ্যার অধিকাংশই তরুণ।’
শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘তরুণ সমাজ উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ। তাদের মধ্যে গণতান্ত্রিক চিন্তা-চেতনার প্রসার ঘটাতে সিপিএভুক্ত পার্লামেন্টগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।’ এসময় তিনি গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এসময় নর্দার্ন টেরিটরি লেজিসলেটিভ অ্যাসেম্বলি চেম্বারের স্পিকার কেজিয়া পুরিক, ডেপুটি স্পিকার ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
সিপিএ নির্বাহী কমিটির অর্ধ-বার্ষিক বৈঠকে অংশ নেওয়ার জন্য ড. শিরীন শারমিন চৌধুরী অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অবস্থান করছেন। ২৮ এপ্রিল তিনি দেশে ফিরবেন।

আরও পড়ুন-

জঙ্গি মোকাবিলা করতে না পারলে অর্জন বিফলে যাবে: প্রধানমন্ত্রী

পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে এক শতাংশ ইকোট্যাক্স আরোপের সুপারিশ

/ইএইচএস/টিআর/