হাওরাঞ্চলে আবাসিক স্কুল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

হাওর, চর ও পাহাড়ি এলাকায় আবাসিক স্কুল নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। সুনামগঞ্জের শাল্লার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের মত বিনিময় সভায় প্রধানমন্ত্রী একথা বলেন।

বন্যা দুর্গত হাওর এলাকা পরিদর্শন করতে রবিবার (৩০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের শাল্লা গেছেন। মত বিনিময় সভা শেষে তার দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘হাওর, চর ও পাহাড়ি এলাকায় আবাসিক স্কুল করতে আমি শিক্ষা মন্ত্রণালয়কে বলেছি। কারণ এসব এলাকার ছেলে-মেয়েদের দুর্গম পথ পাড়ি দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়। হাওরের ছেলে-মেয়েরা নৌকায় করে প্রতিদিন স্কুলে আসে। আসা-যাওয়ার পথে দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগে পড়তে পারে। তাই স্কুলগুলো আবাসিক হলে শিক্ষার্থীদের আর কষ্ট করে প্রতিদিন যাতায়াত করতে হবে না। তারা স্কুলেই থেকে যেতে পারবে। এজন্য হাওর এলাকায় আবাসিক স্কুল করে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা প্রাথমিক শিক্ষা অবৈতনিক করেছি। এছাড়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাকে অবৈতনিক করার ব্যবস্থা নিচ্ছি।’

এর আগে, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শাল্লায় আসার পর উপজেলার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন।

কয়েক দিনের টানা বর্ষণ ও আকস্মিক বন্যায় উত্তর-পূর্বাঞ্চলের ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। ফলে এলাকার উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যায় সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা এবং ব্রাক্ষণবাড়িয়া জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে।

/ইউআই/এসটি/