খালেদা জিয়ার নামের আগে ‘জঙ্গি নেত্রী’ লেখার আহ্বান ইনুর

খালেদা জিয়ার নামের শুরুতে ‘জঙ্গি নেত্রী-আগুন সন্ত্রাসের নেতা’ লিখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ডিএসইসি’র অভিষেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুহাসানুল হক ইনু বলেন, ‘ক্ষমতাচ্যূত রাজাকার সমর্থিত সরকার যাতে আর কখনও দেশ শাসনে না আসে, সেটাই রাজনীতি ও গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনীতি থেকে রাজাকার ও জঙ্গি পৃষ্ঠোপোষক বিএনপি ও খালেদাকে বাতিল করতে হবে। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের নতুন করে ভাবতে হবে।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজাকার-জামাতের ঘনিষ্ঠ মিত্র এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “গণতন্ত্রকে নিরপদ করে দেশে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় প্রয়োজন জঙ্গি ও তাদের সঙ্গীদের সমূল উৎপাটন। খালেদার ‘ভিশন ২০৩০’ এ রাজাকার, জঙ্গিবাদ ও মানবতাবিরোধীদের বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।’

তথ্যমন্ত্রী এসময় নবম ওয়েজবোর্ডের বিষয়ে আলোকপাত করে বলেন, ‘বোর্ডের প্রধান হিসেবে বিচারপতি নিয়োগদান সম্পন্ন হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারিদের প্রতিনিধিদের নামও পাওয়া গেছে। মালিকপক্ষ প্রতিনিধির নাম পাওয়া গেলেই প্রজ্ঞাপন জারি করবে সরকার।’

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের সঞ্চালনায় এসময় আরও বক্তৃতা করেন, খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম আফজাল, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ। সভা শেষে কাউন্সিলের নব-নির্বাচিত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।

/এসআই/আরএআর/এমও/