বিদেশে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকরা নজরদারিতে



পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ

বিদেশে ভ্রমণরত বাংলাদেশি সাংবাদিকদের কর্মকাণ্ড নজরদারিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশের  বাংলাদেশ মিশনগুলোতে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যদি কোনও সাংবাদিক বিদেশে দেশবিরোধী কাজে লিপ্ত হন, তবে তাকে চিহ্নিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রিপোর্ট করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ১২তম বৈঠকের পরামর্শ অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদীয় কমিটির ১২তম বৈঠকে ‘বাংলাদেশ থেকে কোনও সাংবাদিক বিদেশে গিয়ে দেশের স্বর্থবিরোধী কোন কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে কিনা, সে সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপরিশ করা হয়।’

বিজ্ঞপিতে আরও বলা হয়, সংসদীয় কমিটি বিদেশে ভ্রমণরত সাংবাদিকদের নেতিবাচক কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ সাংবাদিকদের এ ধরণের কর্মকাণ্ড বাংলাদেশ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভুল তথ্য দিয়ে থাকে।

/এসএসজেড/এসএমএ/